আইপিএল ওয়ার্নারকে ধ্বংস করেছে!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১৭:২৪

মাত্র কয়েকদিন আগে শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) চৌদ্দতম আসর। আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাইরাইজার্স হায়দরাবাদের অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শুধু এই ঘরোয় টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও কথা বলছে না তার ব্যাট। এ নিয়ে মুখ খুরেছেন সাবেক অজি পেসার ব্রেট লি। আইপিএলই ওয়ার্নারকে ধ্বংস করেছে বলে মন্তব্যও করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি সরাসরি অভিযোগ করেছে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে গিয়ে ওয়ার্নারের আত্মবিশ্বাস ধ্বংস হয়ে গেছে। যার প্রভাব পড়ছে চলতি বিশ্বকাপে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। এ নিয়ে ব্রেট লি বলেন, ‘এই ফরম্যাটে আমাদের হাতে সেভাবে সাফল্য নেই। সময় এসে গেছে সেই রেকর্ড পরিবর্তন করার। আমাদের স্কোয়াড এবার ফাইনালে ওঠার মত শক্তিশালী। তবে কাজটা একেবারেই সহজ হবে না। আপনি যদি ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত দলগুলোর দিকে তাকান, তাহলে বুঝবেন ওদের স্কোয়াডও ভীষণ শক্তিশালী।’

নিজেদের শক্তি সম্পর্কে ব্রেট লি’র মূল্যায়ন, ‘তবে এই অসি দলেও প্রচুর প্রতিভা রয়েছে। যদিও তাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে ডেভিড ওয়ার্নারের পারফরম্যান্সের উপর। হায়দরাবাদের পক্ষ থেকে তার সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছে। এ ঘটনা তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিতে পারে। তবে সে বড় মঞ্চের ক্রিকেটার। এখানে সে ভালো পারফরম্যান্স করবে বলেই আশা রাখি। কারণ ক্লাস চিরস্থায়ী।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :