টিকে থাকার ম্যাচে সহজ লক্ষ্য পেল নামিবিয়া

প্রকাশ | ২২ অক্টোবর ২০২১, ১৭:৩৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচটি আয়ারল্যান্ড-নামিবিয়া উভয় দলের জন্যই টিকে থাকার লড়াই। তবে বাঁচা-মরার এই ম্যাচে সহজ লক্ষ্যই পেল নামিবিয়া। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৫ রানে থেমেছে আইরিশদের ইনিংস। মূলপর্বে উঠতে হলে নামিবিয়ার দরকার ১২৬ রান।

শারজায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের হাত ধরে দুর্দান্ত সূচনা উপহার পায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র বিনা উইকেট ৫৫ রান তুলে দলটি। এরপর ২৪ বলে দ্রুত ৩৮ রান তুলে ফেরেন ওপেনার পল স্টার্লিং। এরপর ২৫ রানে ফেরেন আরেক ওপেনার কেভিন ও’ব্রাইন।

এই দুই ওপেনার আউট হওয়ার পর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ছাড়া ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউই। বালবির্নির ২১ রানের ইনিংস ছাড়া পরের ব্যাটসম্যানকে কেউ দশের কোটা স্পর্শ করতেও পারেনি।

৯ রানে ডেলানি, ৪ রানে ক্যাম্ফার, ৮ রানে টেক্টর, ৫ রানে আদায়ের এবং ৫ রানে রক আউট হন। এছাড়া ৫ রানে সিমি সিং এবং ১ রানে ক্রেইগ ইয়ং অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম)