ভারতকে হারাতে পারে যে কেউই: নাসের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১৮:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ভারত। এরপর আরও আকবার ফাইনাল খেলেছে ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটি। চলতি আসরের ফেভারিট তকমা নিয়ে অংশ নিতে যাচ্ছে বিরাট কোহলি বাহিনী। এরপরও ভারতকে যে কেউই হারাতে পারে বলে মনে করছেন ধারাভাষ্যকার নাসের হুসেন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে নাসের বলেন, ‘তাদেরকে ফেভারিট মানতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এরপরও কিছু কথা রয়েছে, কারণটা হলো ফরম্যাট। ম্যাচ যত ছোট, ততই কিছু ঘটনা ঘটে। একটি দারুণ ব্যক্তিগত পারফরম্যান্স, ৭০ কিংবা ৮০ রান অথবা ৩টি দারুণ ডেলিভারি হঠাৎই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই যে কোনো নকআউট ম্যাচে যে কেউ ভারতকে বিপর্যস্ত করতে পারে।’

তিনি আরও বলেন, ‘যখন তারা এই পর্যায়ে খেলে, আপনি দেখুন না নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপ ম্যাচে কী হলো। লো স্কোরিং ম্যাচ, কিন্তু তাদের ছিল না প্ল্যান বি। খুব ভালো একটি নিউ জিল্যান্ড দলের কাছে গুটিয়ে গেল (৭৯ রানে)। তাই এটা তাদের জন্য সমস্যা হতে যাচ্ছে।’

নাসের যোগ করেন, ‘নকআউট ম্যাচ, অনেক প্রত্যাশা, প্রত্যেকে ভাবে তারা জিতবে। তাদের ভাবার কারণ বুঝবেন তাদের লাইন আপের দিকে তাকালে, সেখানে সবকিছু আছে।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :