ইতিহাস গড়ে সুপার টুয়েলভে নামিবিয়া

প্রকাশ | ২২ অক্টোবর ২০২১, ১৯:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১৯:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে টুর্নামেন্টের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল দলটি। শুক্রবার বাঁচা-মরার ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল জেরার্দ ইরাসমাস বাহিনী। প্রথমবারের মতো সেরা টুয়েলভে খেলার গৌরব অর্জন করল নামিবিয়া।

শারজায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের হাত ধরে দুর্দান্ত সূচনা উপহার পায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র বিনা উইকেট ৫৫ রান তুলে দলটি। এরপর ২৪ বলে দ্রুত ৩৮ রান তুলে ফেরেন ওপেনার পল স্টার্লিং। এরপর ২৫ রানে ফেরেন আরেক ওপেনার কেভিন ও’ব্রাইন।

এই দুই ওপেনার আউট হওয়ার পর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ছাড়া ক্রিজে দাঁড়াতেই পারেননি কেউই। বালবির্নির ২১ রানের ইনিংস ছাড়া পরের ব্যাটসম্যানকে কেউ দশের কোটা স্পর্শ করতেও পারেনি।

৯ রানে ডেলানি, ৪ রানে ক্যাম্ফার, ৮ রানে টেক্টর, ৫ রানে আদায়ের এবং ৫ রানে রক আউট হন। এছাড়া ৫ রানে সিমি সিং এবং ১ রানে ক্রেইগ ইয়ং অপরাজিত থাকেন।

১২৬ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ক্রেইগ উইলিয়ামস (১৬ বলে ১৫) আর জ্যান গ্রিন (৩২ বলে ২৪)-নামিবিয়ার দুই ওপেনারই ধীরগতির ইনিংস খেলেন।

তবে ২ উইকেটে ৭৩ রান তুলে ফেলা দলটির রান তাড়ায় তেমন দুশ্চিন্তায় পড়তে হয়নি তৃতীয় উইকেট জুটির কল্যাণে। অধিনায়ক জেরার্দ ইরাসমাস আর ডেভিড ওয়াইস ৩১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন।

এরাসমাস ৪৯ বলে ৩ বাউন্ডারি আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার অন্যতম রূপকার ওয়াইস।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএম)