মতলবে ওয়ারেন্টভুক্ত ২১ জন আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ২০:৩৮

চাঁদপুরে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত বেজি সুজনসহ ওয়ারেন্টভুক্ত ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। রাত ও দিনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তার সব আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

থানা সূত্র জানায়, শুক্রবার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এএসআই মো. সুমনসহ অন্যান্য অফিসারদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে কুখ্যাত অপরাধী সাতটি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মতলব উত্তর এলাকার আদুর ভিটির ওমর আলী মিজির ছেলে মো. সুজন ওরফে বেজি সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এছাড়াও ২১ ও ২২ অক্টোবর এএসআই জামাল উল্লাহ সিআর পরোয়ানা মূলে মেসার্স জাফর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জাফর খাঁনকে গ্রেপ্তার করেন। এএসআই সোহাগ গ্রেপ্তার করেন সিআর পরোয়ানার আসামি মো. শাকিল মোল্লাকে।

এসআই আল আমিন সিআর পরোয়ানা মূলে আসামি রফিকুল ইসলামকে, এএসআই ইব্রাহিম খলিল সিআর পরোয়ানা মূলে দুজন আসামি রাজিব মোল্লা ও শিউলি বেগমকে গ্রেপ্তার করেন।

এসআই আব্দুল আউয়াল জিআর পরওয়ানা মূলে তিনজন আসামি মো. সুজন ওরফে বেজি, মো. আবু হানিফ প্রধানিয়া, মো. আবুল বাশার ওরফে কচি প্রধানকে গ্রেপ্তার করেন।

এএসআই সেলিম মিয়া জিআর পরোয়ানা মূলে আসামি রহমত উল্লাহকে গ্রেপ্তার করেন। এসআই প্রকাশ প্রনয় দে জিআর পরোয়ানা মূলে শ্বিরতাজ বেগমকে গ্রেপ্তার করেন।

এএসআই মোজাম্মেল হক জিআর পরোয়ানা মূলে আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেন। এএসআই আব্দুল মোমিন জিআর পরোয়ানা মূলে আসামি মো. আবু সাইদ প্রধানকে গ্রেপ্তার করেন। এসআই মোবারক আলী আগের নিয়মিত মামলায় আসামি ওমর ফারুক ওরফে জাহিদকে (২২) গ্রেপ্তার করেন। এএসআই সোহাগ জিআর পরোয়ানা মূলে একজনকে গ্রেপ্তার করেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :