নভেম্বরে খালের সীমানা নির্ধারণ করবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:৩৩ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৩:৫৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালের সীমানা নির্ধারণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। সেনাবাহিনী আগামী মাসে খালের সীমানা নির্ধারণ করে দেবে বলে জানান মেয়র।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকার রামচন্দ্রপুর খাল পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, 'খালের সীমানা আমরা পাইনি। সীমানা নির্ধারণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী নভেম্বরে সেনাবাহিনী সীমানা নির্ধারণ করে দেবে৷'

খাল সংলগ্ন স্থাপনা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা যারা খালের উপর বাড়ি করেছেন, তারা সরে যান। খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। জায়গা থাকলে সাইকেল লেন করা হবে।’

খালের পাড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে জানিয়ে উত্তরের মেয়র বলেন, 'সিসি ক্যামেরায় আমরা যদি দেখি কেউ খালে ময়লা ফেলছে, তাহলে জেল, জরিমানা সব করে দিয়ে যাব। সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে যারা খালে ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করব।'

এ সময় মেয়র খাল সংলগ্ন কয়েকটি বাড়ি ঘুরে দেখেন। বাড়ি থেকে সরাসরি খালে সুয়ারেজ লাইন দেওয়া হয়েছে দেখে আক্ষেপ প্রকাশ করেন মেয়র আতিক। সুয়ারেজের লাইন সরাসরি খালে না দিয়ে বাড়ির মধ্যে পয়ঃবর্জ্য প্লান্ট করার নির্দেশ দেন। এজন্য বাড়ি মালিকদের ছয় মাসের সময় বেঁধে দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :