সন্তানকে নিজ জিম্মায় পেতে নারীর রিট

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ১৪:১৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ১৪:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিজের পাঁচ বছরের এক কন্যা সন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক নারী। তাসনোভা ইকবাল নামে ওই নারী আবেদনটি করেন। দেড় বছর ধরে তাকে সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

আবেদনে শিশুটির বাবা মুসফেক আলম সৈকত, দাদা ড. শামসুল আলম ও দাদী মোমতাজ আলমকে বিবাদী করা হয়েছে।

গত ২১ অক্টোবর তাসনোভা ইকবালের পক্ষে ব্যারিস্টার সাবরিনা জেরিন এ আবেদনটি করেন।

শনিবার আইনজীবী সূত্রে বিষয়টি জানা গেছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, মুসফেক আলম ও তাসনোভা ইকবালের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু দেড় বছর ধরে মা তাসনোভা ইকবালের কাছ থেকে সন্তানকে দূরে রাখা হয়েছে। এই সময়ে সন্তানকে দেখতেও দেওয়া হয়নি।

আবেদনকারীর আইনজীবী জানান, এর আগে আমরা নিম্ন আদালতে সন্তানকে দেখতে চেয়ে আবেদন করেছিলাম। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনোভা ইকবাল শিশুকে নিজের জিম্মায় নিতে চান। এজন্য গত ২১ অক্টোবর আবেদন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআইএম/এমআর