প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার আইসিইউতে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ১৪:২৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ১৪:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অক্সিজেনের প্রয়োজন দেখা দিলে দ্রুত বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল বাসেত মজুমদারের ছেলে সাঈদ আহমেদ রাজা ঢাকাটাইমসকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে আব্বুর অক্সিজেনের প্রয়োজন হলে আমরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই। এখন পর্যন্ত আব্বুকে ৬-৭ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে।’

সাঈদ আহমেদ আরও বলেন, ‘আব্বুর ফুসফুসের জটিলতা রয়েছে। প্রায় আড়াই মাস থেকে উনি খুবই অসুস্থ।’

আব্দুল বাসেত মজুমদার একাধিকবার বার কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইন পেশায় ৫০ বছরেরও বেশি সময় ধরে নিয়োজিত আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি। ১৯৬৬ সালে আইনাঙ্গনে যাত্রা শুরু করে বাসেত মজুমদার অবিরাম কাজ করে যাচ্ছেন। দুঃস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বিলুপ্ত সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার বর্তমানে নবগঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপালন করছেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআইএম/এমআর)