যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৮

আগামী ১৯ নভেম্বর টাইমস স্কয়ার যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৪টি মাল্টিপ্লেক্সে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি মুক্তি পাচ্ছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ইনক-এর মাধ্যমে।

‘ঊনপঞ্চাশ বাতাস’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০২০ সালের ২৩ অক্টোবর। গত বছর করোনা মহামারির কারণে সাত মাস বন্ধ ছিল দেশের প্রেক্ষাগৃহ। বিধিনিষেধ শিথিলের পর প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধে খুলে দেওয়া হয় প্রেক্ষাগৃহ। এর পরই মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। সে সময় দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদেরও প্রশংসা কুড়ায় ছবিটি।

এবার মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমরা যে সময় ছবিটি মুক্তি দিয়েছিলাম, ভীষণ হতাশ ছিলাম। কারণ, করোনার কঠিন পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হচ্ছিল না। তার পরও নিরাশ করেননি দেশের দর্শকরা। বছরখানেকের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির খবরটা সত্যিই ভীষণ আনন্দের।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে-এই ছবি যদি প্রশংসিত হয়, সেখানকার মানুষ যদি গ্রহণ করেন, তাহলে এটি আমাদের জন্য যেমন ভালো লাগার বিষয়, তেমনি বাংলাদেশি চলচ্চিত্রের জন্যও সুখবর হবে। সব দিক চিন্তা করলে বিষয়টি সত্যিই রোমাঞ্চকর।’

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছোটপর্দার নির্মাতা মাসুদ হাসানের প্রথম সিনেমা এটি। দীর্ঘ বিরতি ভেঙে এ ছবির জন্য ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। অন্য গানগুলো গেয়েছেন শৌরিন, মাসুদ হাসান উজ্জ্বল এবং ভারতের সিধু ও সোমলতা।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :