ঝিনাইদহে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৬:৫৮

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল হাই।

সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে হামলা করলো। দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্য সন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে, তারা দায় দেয় কাদের? মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেয়? বলে সরকার! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্য সন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রক্ষা করার একটি কৌশল।’

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধা বিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপুসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :