ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। ইউজিসির পক্ষ থেকে গত ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়কে এক পত্র দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ০৫/১০/২০২১ তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি (উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। কমিশনের পক্ষ থেকে এ জন্য আপনাকে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি।’

প্রফেসর ড. মশিউর রহমান ৩১ মে ২০২১ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)