হালুয়াঘাটে ইটভাটার নিবন্ধন না থাকায় জরিমানা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ১৭:২৭

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি ইটভাটার নিবন্ধন না থাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার ধুরারাইল ইউনিয়নের ধরাবন্নী এলাকায়  টিএসবি নামে একটি ইটভাটায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। এ সময় ইটভাটার নিবন্ধন না থাকার অপরাধে ভাটার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তৌহিদুর রহমান  বলেন, দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধরাবন্নি এলাকায় ইটভাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভাটার নিবন্ধন না থাকায় মালিককে ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, যারা নিবন্ধন ছাড়া ভাটা প্রস্তুত করছে তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। সেই সাথে নিবন্ধন করার আহ্বান জানানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)