দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করছে বিএনপি-জামাত: ড. আওলাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৩

সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য স্বাধীনতাবিরোধী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি-জামাতের নেতাকর্মীরা সুপরিকল্পিতভাবে কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন।

শনিবার বিকাল ৩টায় রাজধানীর কদমতলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এমন মন্তব্য করেন তিনি। জুরাইন রেলগেট সংলগ্ন খোলা চত্বর থেকে দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য (প্রস্তাবিত) গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলটিতে দলটির অনেক নেতাকর্মী অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আওলাদ হোসেন বলেন, ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামাতের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবেই দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই এই কাজটি করেছে।’

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আওলাদ হোসেন বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্প্রীতির বাংলাদেশে কুমিল্লায় মন্দিরে উদ্দেশ্যমূলকভাবে যে ঘটনা ঘটানো হয়েছে তা নিন্দনীয়।’

সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা জেলা পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, হাজী মহব্বত হোসেন, কদমতলী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাজেদা বেগম, শ্যামপুর থানা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কদমতলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামপুর থানা মৎস্য লীগ সভাপতি উজহ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগ সদস্য শহীদ মাহমুদ হেমী, রোখসানা বেগম পারুল, কাজী জাহিদ, আওয়ামী লীগ নেতা কাজী মামুন, আরিফ হোসেন, মনিরুজ্জামান মনিরসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :