জলমহালে নিহতের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২১, ২১:০৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪০) হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

শুক্রবার রাতে নিহত রুহেদের ভাই সুহেদ মিয়া দিরাই থানায় মামলাটি করেন।

এর আগে গত সোমবার দুপুর ২টার দিকে দিরাই উপজেলার ভাটিপড়া গ্রামের পাশের উদির হাওর জলমহাল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপের সাথে আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা কাজল নুর গ্রুপের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে কাজল নুরের চাচাতো ভাই রুহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তাছাড়া দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)