‘আন্দোলনে দুঃশাসনের অবসান ঘটাতে হবে’

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ২১:১৭

‘আন্দোলনের মাধ্যমে দেশে দুঃশাসনের অবসান ঘটাতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের নেতা। তিনি বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। ইতোমধ্যে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা জানিয়েছেন এখন গণ আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নাই।

তাই দেশকে, দেশের মানুষকে দুঃশাসনমুক্ত করতে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাইকে গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

উপজেলার ডা. সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুছ ছালাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহামুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেজ আলী মামুন।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ রানা প্রমুখ।

কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে আগামী দুই দিনের মধ্যে আবার আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :