শাহরুখ বিজেপিতে যোগ দিলেই জামিন পাবেন ছেলে!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৩:১২ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৩:০৪
ডানপাশের ছবিতে মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল

তিন দফায় আবেদন করেও মাদকের মামলায় নিম্ন আদালত থেকে জামিন পাননি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মঙ্গলবার তার ওই মামলার চতুর্থ দফার শুনানি হবে মুম্বাই হাইকোর্টে। এদিনও আরিয়ান জামিন পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। তবুও আশায় বুক বেঁধে আছেন আরিয়ানের তারকা বাবা-মা শাহরুখ খান ও গৌরী খান।

কিন্তু তার আগেই আরিয়ানের জামিন নিয়ে বোমা ফাটালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। ভারতের ক্ষমতাসীন দলকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছেন, শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই জামিন পাবেন ছেলে আরিয়ান। আরও বলেছেন, শাহরুখ যদি এই মুহূর্তে শাসক দলে নাম লেখান, তবে মুম্বইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক স্রেফ চিনির গুঁড়া হয়ে যাবে।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী। গুজরাটের মুন্দ্রা বন্দরে সম্প্রতি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুম্বাইয়ে নিজ দল এনসিপির এক অনুষ্ঠানে শনিবার ছগন দাবি করেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো গুজরাটের ঘটনার তদন্ত না করে শাহরুখ খানের পেছনে পড়ে আছে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে হাজির ছিলেন শাহরুখপুত্র আরিয়ানও। সেখান থেকে আটকের পরদিন তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি। এরপর থেকে কেন্দ্রীয় সংস্থাটির জেলে বন্দি আছেন আরিয়ান। মা-বাবার মতো তিনিও আপাতত মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :