‘যুবলীগের কমিটিতে চাঁদাবাজ-মাদক কারবারি থাকবে না’

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৩:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১, ১৪:৫৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

‘যুবলীগের কমিটিতে কোনো রকম চাঁদাবাজ, মাদক কারবারি থাকবে না ও অর্থের বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের কমিটি দেওয়া হবে না।’

শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবলীগ আয়োাজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এসব বলেন।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড শাহানুর ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,  যুবলীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহসম্পাদক আলামিনুল হক আলামিন প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতারাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের  নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/পিএল)