কোভিড পরবর্তী জটিলতায় চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ১৬:৩০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২১, ১৭:০৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেতা মাহমুদ সাজ্জাদ। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতাটির আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই নাট্য ব্যক্তিত্ব ম হামিদ। তিনি জানান, কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর মাহমুদ সাজ্জাদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েকদিন পর ফলাফল নেগেটিভও আসে। তবে কোভিড পরবর্তী নানা জটিলতায় আক্রান্ত হন অভিনেতা।

ম হামিদ আরও জানান, প্রথম দিকে মাহমুদ সাজ্জাদের শারীরিক অবস্থা স্বাভাবিকই ছিল। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে আর ফিরলেন না। চলে গেলে না ফেরার দেশে।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে নাট্যচক্রের সঙ্গে সম্পৃক্ত মাহমুদ সাজ্জাদ। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটক ও সিনেমায়। সাবলীল অভিনয় দিয়ে তিনি দর্শকের মন জয় করেছেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এএইচ