চট্টগ্রামে চাঁদাবাজি করায় ৫ তরুণ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৫০

নগরীর লালখান বাজারে নির্মাণাধীন এক বাড়ির মালিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা ও ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আরিফ হোসেন লোকমান, মোঃ হৃদয়, মোঃ শুকুর, মোঃ আরিফ ও মীর হোসেন।

র‌্যাব জানায়, ওই বাড়ির মালিক অভিযোগ করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ১৮ অক্টোবর তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তারা তিনদিনের আলটিমেটাম দেয়। শুক্রবার চাঁদা না দিয়ে কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে বলে হুমকি দেয়। এমন অভিযোগে শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার পাঁচ তরুণ দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :