বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান চায় যুক্তরাজ্য: হাইকমিশনার

আহমাদ সোহান সিরাজী, সাভার (ঢাকা)
| আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:০৮ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৩৫

যুক্তরাজ্য সরকার বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিতে বসবাস চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি সারা দেশে হিন্দু ধমার্বলম্বীদের বাড়ি-ঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এটাই যুক্তরাজ্যের চাওয়া।

এসময় বাংলাদেশের আরও দক্ষ করে গড়ে তোলার ওপরে জোড় দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমি। তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিলে কাজের মান আরও ভালো করবে।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী তেরেসা অ্যালবর, বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের সিইও নাভেদ হোসেনসহ আরও অনেকে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :