টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:২১ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৯:০৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজের প্রথম ম্যাচে বল হাতে নিজের দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশানকাকে বোল্ড করে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই উইকেটে পেয়েই গড়লেন একক অনন্য রেকর্ড। পাকিস্তানি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের শিকারকারী বোলার এখন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি এবং বাংলাদেশের সাকিব আল হাসান। দুজনের উইকেটের সংখ্যা ছিল ৩৯টি করে।

বল হাতে নিজের প্রথম ওভারে উইকেটের দেখা পাননি সাকিব। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। ইনিংসের নবম এবং নিজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই নিশানকাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব। তাতেই আফ্রিদিকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ওভারের চতুর্থ বলে আরেকটি উইকেট তুলে নেন সাকিব। ২৪ রানে নিশানকা এবং শূন্যরানে ফেরেন ফার্নান্দো।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ৪১টি। আর ম্যাচ খেলেছেন মাত্র ২৯টি। অন্যদিকে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে থাকা শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচে নিয়েছেন ৩৯টি উইকেট। তৃতীয় অবস্থানে থাকা লাসিথ মালিঙ্গার ঝুঁলিতে রয়েছে ৩৬ উইকেট। এছাড়া চতুর্থ এবং পঞ্চম অবস্থানে থাকা আজান্তা মেন্ডিস এবং সায়েদ আজমল নিয়েছেন ৩৫টি করে উইকেট।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :