হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২১, ২০:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতিমধ্যে ব্যাট করতেও নেমে গেছে ভারতের ওপেনাররা।

প্রথম ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১ রান সংগ্রহ করেছে ভারত। শূন্যরানে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। এখন ১ রান করে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, সাদাব খান (সহ-অধিনায়ক), হাসান আলি, হারিস রাউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এমএম)