কোহলির ব্যাটে চাপ সামলে এগোচ্ছে ভারত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ২১:২৬

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপেই পড়েছিল ভারত। তবে দলীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাটেরউপর ভর করে চাপ সামলে উঠেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান।

ম্যাচের প্রথম ওভারের খেলায় শূন্যরানে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। এরপর ব্রাট হাতে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুলও। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৩ রান। তৃতীয় উইকেটে খেলতে করতে নেমে ইতিবাচক ব্যাটিংই করছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যক্তিগত ১১ রানে হাসান আলির বলে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনিও।

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে চতুর্থ উইকেট জুটিতে রিশাব পান্তকে সঙ্গে চাপ সামলে উঠেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান তুলে ফেরেন পান্ত।

এদিকে খেলেই যাচ্ছেন বিরাট কোহলি। অপরাজিত রয়েছেন ৪৮ রানে। অন্যদিকে ৯ রানে খেলছেন রবিন্দ্রো জাদেজা।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :