বোয়ালমারীতে ৫ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ২১:৫৫

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. রেজাউল করিম।

আদালত পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরী উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর শহরের প্রধান সড়কের শুকতারা হোটেল অ্যান্ড সুইটসকে দুই হাজার, নিউ আপ্যায়ন হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার, আদি শুকতারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই হাজার, ওয়াপদা মোড়ের কলেজ ক্যাফেকে দুই হাজার এবং একই এলাকার মুন্নি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪৫ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারজন হোটেল ব্যবসায়ী ও একই আইনের ৩৭ ধারায় বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :