চুয়াডাঙ্গায় পুলিশের সব বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৫৩

চুয়াডাঙ্গা জেলায় ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার এসএই বাবুল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হযরত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মহসিন আলী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়া সম্প্রীতির বাংলাদেশ। এখানে যারা ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দামুড়হুদা সদর বিট পুলিশ অফিসার এসআই তৌহিদুর রহমান শেখ। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জাহিরুল ইসলাম ও এএসআই আব্দুস সালাম।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :