স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, বিচার দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নয় বছরের শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বিকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের এলাকায় বাঘবেঢ় বেইলারটেক অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টরের প্রধান শিক্ষক সোহেল রানা, বিশেষ চাহিদা শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নুসরাত জাহান নিপা, অনির্বাণ খেলাঘরের সাধারণ সম্পাদক রেহেনা আক্তার, শিক্ষা সহায়ক জান্নাতুল মাওয়া, কাকলী, ইয়াসমীন প্রমুখ।

প্রসঙ্গত, ২১ নভেম্বর উপজেলার ভক্তবাড়ি এলাকায় চিপস কিনে দেওয়ার কথা বলে সামিয়াকে অপহরণের পর ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত প্রধান আসামি মোশাররফকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর মা পারুল বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :