বাঁশখালীতে জোড়া খুন, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৫২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রংগিয়াঘোনা মনছুরিয়া বাজার এলাকায় পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই-গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

খুনের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে গত ২০ অক্টোবর দুপুরে মনছুরিয়া বাজারে বসতবাড়ির পানি নিষ্কাশনের ৪ ফুটের একটি পাইপ নিয়ে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে পৌরসভা যুবলীগ নেতা সুলতান মাহমুদ টিপু (২৬) এবং আব্দুল খালেক (৩৪) নিহত হয়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

এ ঘটনায় নিহত যুবলীগ নেতা আব্দুল খালেকের মা মমতাজ বেগম ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরপরই প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :