বাঁশখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৯:১০

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গাপূজা চলাকালে মণ্ডপে হামলার ঘটনায় মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের করা তিন মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁশখালীর চাম্বল জেলে পাড়া, নাপোড়া সার্বজনীন কালিবাড়ি মন্দির এবং পৌর সদরে হামলার ঘটনার পরে এসব মামলায় আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন জানান, বাঁশখালীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে বাঁশখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৫ আসামিকে গ্রেপ্তার করেছি। এই সব মামলায় সিসি ফুটেজসহ যথাযথ তথ্য-প্রমাণে বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুমিল্লার ঘটনার জেরে ১৩ অক্টোবর রাতে বাঁশখালীর নাপোড়া ও চাম্বলে পূজামণ্ডপে হামলা হয়। পরে এ ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৯৭০ জনকে অজ্ঞাতনামা করে মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :