কার্জন হলে চালু হলো সায়েন্স শিক্ষক লাউঞ্জ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ২০:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য চালু হয়েছে 'সায়েন্স শিক্ষক লাউঞ্জ'।

সোমবার (২৫ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের জন্য নবনির্মিত এই 'সায়েন্স শিক্ষক লাউঞ্জ' উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, এই লাউঞ্জের মাধ্যমে শিক্ষকদের নানা ধরনের সমস্যার সমাধান হলো। এখানে খাওয়ার পাশাপাশি শিক্ষকরা পড়াশোনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে পারবেন এখন থেকে। এতে করে শিক্ষকদের মধ্যে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। যদিও আগে এটা সংক্ষিপ্ত পরিসরে ছিল।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/আরএল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :