প্রার্থী যাচাইয়ে ভোট, খুশি ভোটাররা

নূরে আলম সিদ্দিকী নূর, বিরামপুর (দিনাজপুর)
| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০০:৩৩ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ০০:৩২

সীমান্তবর্তী গ্রামের মাঝখানে একটি বাড়ির খুলিতে বেঞ্চে বসে আছেন নির্বাচন অফিসার ও পোলিং এজেন্ট। একে একে ভোটাররা আসছেন। প্রিজাইটিং অফিসার সিল ও ব্যালট পেপার ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। ভোটাররা পাশের গোপন ঘরে গিয়ে ব্যালটে সিল মেরে ব্যালট বক্সে ফেলছেন আর হাসি মুখে চলে যাচ্ছেন। ভোট গণনা শেষে বাবু নামে এক প্রার্থী ২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। কিন্তু দুই প্রার্থীর পক্ষের ভোটাররাই বিজয় মিছিলে কেন্দ্র মাতিয়ে তোলেন। কেন্দ্রে উপস্থিত সকলের মুখে মিষ্টি ও সিঙ্গারা।

এমন ব্যতিক্রমধর্মী নির্বাচনের ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামের বেপারীপাড়ায়। সোমবার সকাল ১০টায় গ্রামের মোস্তাক হোসেনের বাড়ির উঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের ১২৭ জন পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে অংশগ্রহণ করে খুশি ভোটার ও গ্রামবাসী। সেই সাথে এলকায় চাঞ্চল্যেও সৃষ্টি করেছে।

গ্রামের বাসিন্দা বেলাল হোসেন জানান, ‘আমাদের ২নং কাটলা ইউনিয়নে ২৮ নভেম্বর স্থানীয় সরকারের ইউনিয়ন নির্বাচন হবে। ইউনিয়নের ৭ নং ওয়াডের্র বেপারীপাড়া থেকে ইউপি সদস্য পদে মোস্তাফিজুর রহমান বাবু ও বকুল হোসেন প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রার্থী দুজনই আমাদের প্রিয় মানুষ। একই পাড়ার দুজন প্রার্থী হওয়ায় আমরা ভোটাররা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ি। ফলে গ্রামে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে ও আমাদের পাড়া থেকেই যাতে ইউপি সদস্য নির্বাচিত হয়, এজন্য গ্রামের মুরব্বিদের সিদ্ধান্ত এবং ওই দুই প্রার্থী একমত পোষণ করায় ওই দুজনের মধ্যে একজনকে মনোনয়ন দেয়ার জন্য প্রাক-নির্বাচনের ব্যবস্থা করি।’

নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তা গোলাপ হোসেন জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটদানে ভোটারদের সময় বেঁধে দেয়া হয়। এসময়ের মধ্যে ১২৭ জন পুরুষ ভোটার ভোট দেন। ভোটে মোস্তাফিজুর রহমান বাবু ৭২ ভোট বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী বকুল হোসেন ৪৯ ভোট পান। আর ছয়টি ভোট নষ্ট হয়। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ব্যতিক্রমধর্মী এ ভোটে অংশগ্রহণ করে ভোটাররা খুব খুশি।’

প্রাক-নির্বাচনে অংশ নেয়া বকুল হোসেন বলেন, ‘গ্রামের সব মানুষ আমাকে সমর্থন দেননি। নির্বাচনের ফলাফল নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ফলাফল মেনে নিয়েছি।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :