খিলগাঁওয়ে গাঁজাসহ মাদক চোরাকারবারি আটক

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২১, ১৩:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১, ১৩:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. ইব্রাহিম খলিল নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৩। এ সময় তার কাছ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক চোরাকাবারি খিলগাঁওয়ের এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনা-বেচার জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে ইব্রাহিম খলিল নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতের বরাত দিয়ে র‌্যাব জানায়, ইব্রাহিম খলিল তার অপরাধ স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. ইব্রাহিম খলিলের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার জাফরাবাদ গ্রামে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/এএ/এমআর