চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২১, ১৬:২৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১, ১৭:১৮

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

পুলিশ কন্সটেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতরণার অভিযোগে একই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার জামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তার ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ থানার ছামিউল আলম (৬৬), ময়মনসিংহের ফুলপুরের উপজেলার কুড়িপাড়া গ্রামের জালাল উদ্দিন (৭৫) এবং মুক্তাগাছার রহিমবাড়ি গ্রামের মারুফ মিয়া (১৯)। এদের মধ্যে ছামিউল আলম নিজেকে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ময়মনসিংহসহ আশেপাশের জেলায় একাধিক প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে।

গ্রেপ্তাররা চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৫ সেপ্টম্বর থেকে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিযোগ পরীক্ষা শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেএম)