দাদাসাহেব ফালকে পেয়েও মন খারাপ রজনীকান্তের

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২১, ১৬:৪৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১, ১৯:১৭

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

সোমবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে দাদাসাহেব ফালকে সম্মান তুলে দেওয়া হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের হাতে। তার পরও মন খারাপে ডুবে রয়েছেন ‘থালাইভা’! রজনীকান্তের কথায়, ‘একইসঙ্গে আনন্দিত ও দুঃখিত আমি’।

কিন্তু কেন এমন আনন্দে তার হৃদয় মুড়ে রয়েছে দুঃখের চাদর। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন অভিনেতা।

ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্ম জগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্না, অমিতাভ বচ্চনদের মতো কিংবদন্তীদের এর আগে এই সম্মান দেওয়া হয়েছে।

রজনীকান্ত জানিয়েছেন, তার জীবনের অন্যতম এই আনন্দের দিনে তিনি নিজের গুরু তথা প্রয়াত দক্ষিণী পরিচালক কে বালাচন্দ্রকে অত্যন্ত ‘মিস’ করছেন। দক্ষিণী তারকা বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রের সর্বোত্তম সম্মানে সম্মানিত হওয়ার সুযোগ পেয়ে আমি যারপরনাই খুশি। কিন্তু একইসঙ্গে এই মুহূর্তে আমি আমার গুরু কেবি স্যারকে বড্ড মিস করছি। তাই কোথাও না কোথাও মনটা বড্ড খারাপ হয়ে আছে।’

ঢাকাটাইমস/২৬অক্টোবর/এএইচ