সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৫৫ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৪৭

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারী ও ইন্ধনদাতাদের নাম জানা গেছে। শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৬৪ ধারায় গ্রেপ্তারদের দেওয়া জবানবন্দিতে যাদের নাম পাওয়া গেছে সেখানে পরিচিত অনেকের নাম রয়েছে। শিগগিরই নামগুলো প্রকাশ করা হবে। নোয়াখালীতে ভিডিও ফুটেজ দেখে যারা অপকর্ম করেছেন তাদের গ্রেপ্তার করেছি। ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়েছে।’

দেশে হিন্দু-মুসলিমের সম্প্রীতি বিনষ্টের জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে মন্তব্য করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি এটা চক্রান্ত। একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চিহ্নিত কয়েকজন নেতাকর্মী এতে উৎসাহ দিয়েছেন এবং এগুলোর ব্যবস্থা করেছেন। আমরা নামগুলো জেনে গেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও হিন্দু-মুসলিমের সম্প্রীতি বিনষ্টের জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তারদের জবানবন্দি নেওয়া শেষ হলেই সবগুলো নামই দুই এক দিনের মধ্যে সাংবাদিকদের জানানো হবে।

যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপি-জামায়াতের রাজনীতিবিদরা কেউ আছেন কিনা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যা অনুমান করছেন আমরা এরকমই শুনছি। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে নামগুলো জানাব। এমন নামও এসেছে যে নামগুলো আপনাদের পরিচিত। রংপুরের ঘটনায় জড়িতদের নামগুলোও শুনবেন। আমরা নাম পাচ্ছি। ধৈর্য ধরেন, একদম সঠিক হয়ে জানাব।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :