চাকরি না পাওয়া ব্যক্তিরা বাংলাদেশের কোচ: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:১৮ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটিশদের বিপক্ষে হারের পর কোনো মতো সুপার টুয়েলভে উঠেছে বাংলাদেশ দল। এরপর মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে টাইগাররা। আর এরপর থেকেই বাংলাদেশ দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সেই সমালোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের কোচ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে জিততে জিতকে হেরেছে মাত্র ৬ রানের ব্যবধানে। এরপর টানা দুই ম্যাচে জয় পেলেও ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমান্স খুব একটা নজর কাড়েনি। এরপর সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল।

এরপর বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ফিল্ডিং করতে নেমে বাজে ফিল্ডিংয়ের কারণে হারতে হয়েছে টাইগারদের। আর এরপর থেকেই ক্ষেপেছেন অনেকে। সেই কাতারে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজাও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কি, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে, তাই করবে।’

বাংলাদেশ দলের অন্যতম সফল এই অধিনায়ক আরও লিখেছেন, ‘হেড কোচ এক-এক করে নিজ দেশের সবাইকে আনছে, এরপর যারা অস্থায়ীভাবে আছে, তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্টের জন্য যেভাবে স্টেপ আপ করে, মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন? কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না? এটা ঠিক করা কি তার কাজ না?’

মাশরাফি আরও লিখেন, ‘সিদ্ধান্ত রিয়াদ নেবে। কিন্তু ওকে তো হেল্প করতে হবে! কারন মাঠে ক্যাপ্টেন কখনও কখনও অসহায় হয়ে পড়ে। আর ঠিক তখনই টিম ম্যানেজমেন্টকে টেক অফ করতে হয়। অন্যান্য দলে তো তা-ই দেখি।’

তবে মাথা কথা মাথায় নিচ্ছেন না বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখুন, এটা ব্যাক্তিগত মত। বাইরের কারও ভাবনা নিয়ে ভাবছি না। এটা নিয়ে আমার কোন ভাবনা নেই। আমরা জানি বাংলাদেশ দলের কোচিং নিয়ে আমরা কী করছি। বাইরে থেকে কেউ কিছু বললে সেটা নিয়ে লাভ হয় না!’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :