পাকিস্তানকে চাপে ফেলেছে নিউজিল্যান্ড

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২১, ২২:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শারজায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাবর আজমদের সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান।

শারজায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা ছিল মন্থর। ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। মার্টিন গাপটিল ১৭ রানে আউট হওয়ার পর ব্যক্তিগত ২৭ রানে ফেরেন ড্যারেল মিচেল। পরের উইকেটে খেলতে এসে ১ রানে আউট হন জিমি নিশাম।

চতুর্থ উইকেট জুটিতে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান অধিনায়ক কেইন উইলিয়ামস। কিন্তু ১৪তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ২৫ রানে ভুল বুঝাবুঝিতে উইলিয়ামসন রান আউট হওয়ার পর দলের পক্ষে দাঁড়াতে পারেননি কেউই।

২৭ রানে ডেভন কনওয়ে, ১৩ রানে গ্নেন ফিলিপস, ৮ রানে টিম শেইফার্ট এবং ৬ রানে আউট হন মিচেল স্যাটনার। আর ২ রানে অপরাজিত থাকেন ইশ সোধি।

এদিকে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন দলীয় পেসার হ্যারিস রউফ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

 (ঢাকাটাইমস/২৬অক্টোবর/এমএম)