বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, দলে রুবেল

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ০৯:১৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ১১:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

পুরোনো পিঠের চোট মাথাচাড়া দিয়ে উঠেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। টাইগারদের অন্যতম এই অলরাউন্ডারকে তাই বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে থাকা রুবেল হোসেনকে তার বদলি ক্রিকেটার হিসেবে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রুবেলকে দলে ভেড়ানোর অনুমতিও পেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেকনিক্যাল কমিটির থেকে। তাই চাইলেই আগামী ম্যাচে গুলোতে দলের একাদশে থাকতে পারবেন অভিজ্ঞ এই পেসার।

আজ ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই থাকছেন না মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই। আসরে এখন পর্যন্ত দলের চার ম্যাচেই খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৫টি। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ছিলেন এই পেস অলরাউন্ডার।

তার বদলি হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। বিশ্বকাপ দল ঘোষণার সময় স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। ওমানের পর সংযুক্ত আরব আমিরাতেও দলের সঙ্গে অনুশীলন করছেন। অবশেষে সাইফউদ্দিনের চোটে কপাল খুলেছে বাংলাদেশের হয়ে ২৮ টি-টোয়েন্টি খেলা রুবেলের। এই সংস্করণে দেশের হয়ে তার উইকেট ২০টি।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এইচএন)