করোনার উপসর্গে রামেক হাসপাতালে দুই প্রাণহানি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ১১:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ১২:৪০

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের এবং অন্যজন পাবনার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক দিনে করোনায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে দুইজন পুরুষ রোগী মারা গেছেন। তাদের একজনের বয়স ষাটোর্ধ্ব অন্যজনের বয়স পঞ্চাশোর্ধ্ব।

বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫৫ রোগী ভর্তি ছিলেন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের আটজন, নওগাঁর পাঁচজন, পাবনার চারজন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমআর