আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ১৩:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানান মন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল বাসেত মজুমদার। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। তার এক ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী। এক মেয়ে চিকিৎসক হিসেবে কর্মরত।

বাসেত মজুমদারের ছেলে আইনজীবী সাঈদ আহমেদ রাজা এই তথ্য নিশ্চিত করেছেন। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবীণ এই আইনজীবীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লার নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএস/কেআর)