ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ১৫:৩৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ১৫:৪৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজদের উড়িয়ে দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। সেই ইংল্যান্ডের বিপক্ষে আজ বিকাল চারটায় আবুধাবিতে প্রথমবারের মতো মাঠে নামবেন বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। পিঠের চোটে ছিটকে যাওয়া সাইফউদ্দিনের বদলি হিসেবে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। অপরিবর্তিত জয়ী দল নিয়েই খেলবে ইংল্যান্ড। 

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বহুবার দুই দল মুখোমুখি হলেও কুড়ি ওভারের ক্রিকেটে এই প্রথমবার মাঠে নামতে যাচ্ছে দুদল। এখন পর্যন্ত ১১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ এ ফরম্যাটে কখনো ইংল্যান্ডের মুখোমুখি হয়নি!

চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সফরটি বাতিল করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি না হলেও ওয়ানডেতে বেশ কিছু স্মৃতি রয়েছে টাইগারদের। ২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য কোয়াটার ফাইনালে ওঠার দিনে ইংলিশদের বিদায় করেছিল বাংলাদেশ। পরে ইংলিশদের ডেরায় অবশ্য অসহায় আত্মসমর্পণ করেছিলেন টাইগাররা। ইংলিশরাও এখন খেলছেন ভয়ডরহীন ক্রিকেট।

বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেট কিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এইচএন)