ঐশীর পথপ্রদর্শক যখন শুভ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:২৮ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৫:৪৯

২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। সেরা সুন্দরীর মুকুট মাথায় ওঠার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি চলচ্চিত্রে অভিষেক করতে চলেছেন। সেই গুঞ্জনকে সত্যি করে ‘মিশন এক্সট্রিম’ ছবিটিতে চুক্তিবদ্ধও হন। করোনা ও নানা ঝামেলা কাটিয়ে আগামী ৩ ডিসেম্বর সেই ছবি মুক্তিও পেতে চলেছে। পরিচারক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সেখানে তার নায়ক ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আরিফিন শুভ।

সেই শুভকেই নিজের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করলেন ঢালিউডের নবাগত নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিনেত্রী। ‘মিশন এক্সট্রিম’ মুক্তির আগে শুভর সঙ্গে জুটি বেঁধে ‘নূর’ নামে একটি ছবিতেও কাজ করছেন ঐশী।

সাক্ষাৎকারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জবাবে ঐশী বলেন, ‘মিশন এক্সট্রিম ছবিটি অ্যাকশন ঘরানার। অন্যদিকে ‘নূর’ হচ্ছে রোমান্টিক ঘরনার। দুটি সিনেমায় দুই রকমের অভিজ্ঞতা। কো-আর্টিস্ট হিসেবে শুভ ভাই সব সময়ই হেল্পফুল। তিনি প্রথম সিনেমা থেকেই আমার পথপ্রদর্শক। আমি তাকে সেভাবেই মানি।’

বহুদিন অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’। বারবার পিছিয়েছে এর মুক্তির তারিখ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক ভালো লাগছে, ফাইনালি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি শুধু আমার না, সবারই প্রতীক্ষিত ছবি। তবে মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় কখনো মন খারাপ হয়নি। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে বলেই এমন হয়েছে।’

এদিকে, ‘মিশন এক্সট্রিম’ ও ‘নূর’ ছাড়াও ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’ নামে আরও দুটি ছবিতে কাজ করছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মধ্যে ‘আদম’ ছবিতে তাকে দেখা যাবে গ্রামের একজন সাদাসিধে নারীর চরিত্রে। সেখানে চরিত্রে প্রয়োজনে ঐশীকে গোবর দিয়ে লাঠি পর্যন্ত বানাতে হয়েছে। এটির পরিচালক আবু তাওহীদ হিরণ। নায়ক ইয়াশ রোহান।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

এই বিভাগের সব খবর

শিরোনাম :