শ্যামপুর-কেরাণীগঞ্জ-কদমতলীতে পাঁচ প্রতিষ্ঠানকে ২৯ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৬:২৫

রাজধানী ঢাকার শ্যামপুর, দক্ষিণ কেরাণীগঞ্জ ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর ভেজাল খাবার তৈরিও নকল ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও রড উৎপাদন, মজুদ ও বিক্রি করার অভিযোগে তাদের জরিমানা করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডায়মন্ড স্টিল প্রোডাক্ট কোম্পানি লিমিটেডকে আট লাখ টাকা, ন্যাশনাল ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্রাইভেট লিমিটেডকে আট লাখ টাকা, কুসুম কনফেকশনারিকে চার লাখ টাকা, স্বদেশী বেকারিকে দুই লাখ টাকা ও অ্যাপোলো পাওয়ার ক্যাবলকে সাত লাখ টাকাসহ মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেতে রাত আটটা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিতিত ছিলেন।

ঢাকাটাইমস/২৭ অক্টোবর/এএ

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :