ধামরাইতে নকল শিশুখাদ্য তৈরি করছিল নিউ ফরসা ফুড

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ১৬:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানী ঢাকার ধামরাই এলাকায় অনুমোদনহীন নকল শিশু খাদ্য তৈরি করে আসছিল নিউ ফরসা ফুড অ্যান্ড বেভারিজ কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। এসব পণ্যের মধ্যে রয়েছে ফ্রুটো, ফ্রুটিকা ও লিচির আদলে বানানো বিভিন্ন মজাদার পানীয়, স্যালাইন। গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪।

বুধবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোহাম্মদ আনিসুর রহমান এবং বিএসটিআই প্রতিনিধি সিকান্দার মাহমুদ এর উপস্থিতিতে মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধামরাই থানার কেলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরি করার অপরাধে কোম্পানির ম্যানেজার বিশ্বজিৎ মল্লিককে তিন লাখ টাকা আর অপারেটর মো. হযরত আলীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিক্রি নিষিদ্ধ আনুমানিক ১০ লাখ টাকার নকল শিশু খাদ্য জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ঢাকাটাইমস/২৭ অক্টোবর/এএ