১৪ নভেম্বর বসছে সংসদ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আগামী ১৪ নভেম্বর (রবিবার) শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার বিকালে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ (২০২১ সালের ৫ম) অধিবেশন বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে।

গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে সংসদের চতুর্দশ অধিবেশন।

সেই অধিবেশনে কার্যদিবস ছিল সাতটি। নয়টি বিল পাস হয়। চারটি সংসদীয় স্থায়ী কমিটি তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। ৭১ বিধিতে ৩১টি নোটিস পাওয়া যায়, যার মধ্যে একটিও আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ২৪টি প্রশ্ন পাওয়া যায় যার মেধ্য তিনি জবাব দেন ১৬টির। অন্যমন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৫৮৪টি। মন্ত্রীরা ৩৮৯টি প্রশ্নের জবাব দেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেবি)