সিআইডির দুই কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:১২ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৯:৫৪
ফাইল ছবি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রংপুরের এএসপি সারোয়ার কবির ও ঢাকার সাব ইন্সপেক্টর ওয়ালীউল্লাহর অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে পুলিশের চাকরিতে যোগদানের কয়েক বছরেই কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রংপুরের এএসপি সারোয়ার কবির ও ঢাকার উপপরিদর্শক (এসআই) ওয়ালীউল্লাহর বিরুদ্ধে।

চাকরির কয়েক বছরের মধ্যে সারোয়ার কবির রাজধানীর রাজারবাগে সাত তলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ওয়ালীউল্লাহ নিজের বাড়িসহ রাজধানীর উত্তরায় ও নেত্রকোনায় বাড়ি ও জমি কিনেছেন। জমি কিনেছেন সুনামগঞ্জ ও ময়মনসিংহেও। অন্যদিকে তার নিজের ব্যক্তিগত গাড়িও অবৈধভাবে অর্জন করেন বলে অভিযোগ ওঠেছে।

সরকারি চাকরিতে থাকা অবস্থায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যে পৃথকভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা তদন্ত শেষে প্রতিবেদন দেবেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :