ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে সাউথইস্ট ব্যাংকের ভার্চুয়াল কনফারেন্স

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ২০:১৩

সাউথইস্ট ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউট সম্প্রতি ব্যাংকের শাখা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের নিয়ে ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’-এর সহযোগিতায় ‘ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক একটি ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করেছে।

ব্যাংকের ১৩৫টি শাখা এবং ২টি অফশোর ব্যাংকিং ইউনিটের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাবৃন্দসহ মোট ১৪৮ জন কর্মকর্তা এই কনফারেন্সে অংশ গ্রহণ করেন। ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, সহকারী প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তারাও এই কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং বিএফআইইউ কর্মকর্তা ও শাখা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের সাথে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কনফারেন্সটির উদ্বোধন করেন।

এরপর যথাক্রমে তিনটি সেশনের মাধ্যমে বিএফআইইউ-এর মহাব্যবস্থাপক শওকাতুল আলম, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব এবং সৈয়দ কামরুল ইসলাম মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-এর বিভিন্ন বিষয় যেমন- আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগ এবং মানদণ্ড, বাংলাদেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক আইনি কাঠামো এবং আইনি শাসন, মানি লন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ, এর আর্থসামাজিক প্রভাব এবং পরবর্তী পরিণতি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ ও সন্ত্রাস বিরোধী আইন-২০০৯, মানি লন্ডারিং প্রতিরোধ বিধি-২০১৯ ও সন্ত্রাসবিরোধী বিধি-২০১৩, বিএফআইইউ সার্কুলার-২৬, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় এবং বিভিন্ন কেস স্টাডিজ নিয়ে আলোচনা করেন। কনফারেন্সটি ছিল অংশগ্রহণমূলক এবং অত্যন্ত প্রাণবন্ত।

পরিশেষে ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন সাদেক হোসেন সবাইকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে কনফারেন্সটির সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :