আলফাডাঙ্গায় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২১, ২২:৪৫

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫০দিনব্যাপী ৩৪৬তম ব্যাচের আররি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গোপালপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসায় নূরানী তা'লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের উদ্যোগে এই কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

বুধবার দুপুরে ঐতিহ্যে গোপালপুর নামে একটি সংগঠন কোর্সের সমাপনী অধিবেশন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় সংগঠনটি কোর্সে অংশ নেওয়া শতাধিক ব্যক্তির মাঝে ব্যাগ, খাতা, কলম ও মাস্ক বিতরণ করেন। সেই সাথে সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেন।

সভায় মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- মাওলানা তামিম আহমেদ, হাফেজ মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা আমিনুল্লাহ, হাফেজ মাওলানা আহসানুল্লাহ, মাওলানা বেলাল উদ্দিন, মুফতি কুতুবুদ্দীন আল ফরিদী, মাওলানা আব্দুস সামাদ, হাফেজ মাওলানা মাহাদি হাসান, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, খান আমিরুল ইসলাম, আবুল খায়ের খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)