স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাসগড়া জয় নামিবিয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০:৫৬ | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ২৩:২৩

ইতিহাস গড়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করেছে নামিবিয়া। প্রথমপর্ব অতিক্রম করে উঠে যায় সুপার টুয়েলভে। আর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে নেমেই পেয়েছে জয়ের দেখা। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ৪ উইকেটে। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে থামে স্কটিশদের ইনিংস। জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নবাগত দলটি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার শুরুটাও ছিল অনেক মন্থর। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হওয়ার আগে ওপেনার ভ্যান লিনগেন করেন ১৮ রান। পরের উইকেটে ব্যাট করতে নেমে জানে গ্রিন করেন ৯ রান। আর অধিনায়ক জেরার্দ ইরাসমাসের সংগ্রহ মাত্র ৪ রান। আর আরেক ওপেনার ক্রেইগ উইলিয়াস করেছেন ২৩ রান।

মাত্র ৬৭ রানে ৪ উইকেটে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল নামিবিয়া। কিন্তু পঞ্চম উইকেটে ডেভিড ওয়াইস এবং জেজে স্মিট মিলে দলকে জয়ের বন্দরেই পৌঁছে দেন। এরপরও দুটি উইকেট হারায় নামিবিয়া। ১৬ রানে ওয়াইস এবং ২ রানে ফেরেন ফ্রাইলিঙ্ক।

এদিকে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন স্মিট এবং ইয়া ফ্রান্স। ৩২ রানে স্মিট এবং শূন্যরানে ফ্রান্স অপরাজিত থাকেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রুবেন ট্রাম্পলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্কটিশ ওপেনার জর্জ মুনশি। ওই ওভারে আরও দুটি উইকেট হারায় স্কটিশরা। তৃতীয় বলে ম্যাকলয়েড এবং চতুর্থ বলে আউট হন অধিনায়ক রিচি বেরিংটন। এই তিনজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

এরপর পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। ষষ্ঠ ওভারের খেলায় ডেভিড ওয়াইসের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ক্রেইগ ওয়ালস।

এরপর প্রথমে ম্যাথু ক্রসের সঙ্গে এবং পরে ক্রিস গ্রেভসকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন মিচেল লেস্ক। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন ক্রস। এদিকে দুর্দান্ত ব্যাট করতে থাকা লেস্ক আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে করেন ৪৪ রান। ম্যাথু ওয়াট ৩ রানে এবং গ্রেভস ২৫ রানে আউট হন।

আর শেষ পর্যন্ত খেলে গিয়ে ডেভয় ৫ রানে অপরাজিত থাকেন।

নামিবিয়ার পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রাম্পলম্যান। এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট নেন জানে ফ্রাইলিঙ্ক।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :