টিপস

স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ০৯:৪৫

ব্যক্তিগত কথোপকথন, গোপন বৈঠকের যাবতীয় তথ্য রেকর্ড হয়ে বেহাত হয়ে যাচ্ছে! সব হচ্ছে আপনারই অজান্তে। পেগাসাস। ভয়ঙ্কর স্পাইওয়্যার।

আপনি কি আতঙ্কিত? জেনে নিন সুরক্ষিত থাকার উপায়।

পেগাসাসের ক্ষেত্রে, প্রথমে মোবাইল ফোনকে ফ্যাকট্রি রিসেট করতে হবে। অনেক সময় ফ্যাকট্রি রিসেট করেও লাভ হয়নি। তখন ‘মোবাইল ফোনের অরিজিনাল ফার্মওয়ার’ রিসেট করতে হবে। ফার্মওয়ার রিসেট করতে নিয়ে যেতে সার্ভিস সেন্টারে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, পেগাসাস যেভাবে হানা দেয়, তাতে রক্ষা পাওয়ার উপায় নেই। তবে আপনার যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে সবার আগে মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে দেওয়া উচিত।

সিম কার্ড খুলে রাখলেও ৩০ দিন পরে অটো ডিলিট হয়ে যায় পেগাসাস, কোনও ফুটপ্রিন্ট থাকে না।

তবে শুধু পেগাসাসই নয়। এমন বহু স্পাইওয়্যার রয়েছে অ্যাপ দুনিয়ায়। যা আপনার অজান্তেই আপনার মোবাইল ফোনের মধ্যে ঢুকে হাতিয়ে নিতে পারে গুরুতপূর্ণ তথ্য। সেক্ষেত্রে কী করবেন?

সেটিংসে গিয়ে অ্যাপসে যেতে হবে। সেখানে পারমিশন বলে অপশন আছে। ভালো করে দেখতে হবে, কোন কোন অ্যাপকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন? যদি অপ্রয়োজনীয় পারমিশন দিয়ে রাখেন, তাহলে সেগুলো একেক করে অফ করে দিন।

সেটিংসে গিয়ে যেতে হবে সিকিওরিটিতে। সেখানে প্রাইভেসি একটি অপশন আছে। সেখানে গিয়ে সিকিওরিটি আপডেট করতে হবে। আপনার মোবাইল ফোনের সফটঅয়্যার আপডেট করতে হবে, যখন চাইবে।

প্রচুর স্পাইওয়্যার আছে, যেগুলো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেজন্য রোজ মোবাইল ফোন এক থেকে দু’বার রিস্টার্ট করতে হবে। এর ফলে ছোট খাটো স্পাইওয়্যার উড়ে যায়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :