২১ শতাংশ আয় বেড়েছে পিপলস ইন্স্যুরেন্সের

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৩:২০

দেশের পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২১ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৬৮ টাকা। সেই হিসাবে ইপিএস ০.৩৫ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।

এদিকে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৮৭ টাকা। সেই হিসাবে ইপিএস ০.০২ টাকা বা ২ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৫৩ টাকায়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসকেএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা